নিজস্ব প্রতিনিধি : শহরের পলাশপোল বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। পশ্চিম পলাশপোল বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে ৮ই জুন শনিবার সকাল ১০টায় উক্ত ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়।
প্রায় ত্রিশ লাখ টাকা ব্যায়ে নির্মিত জামে মসজিদের ছাদ ঢাইল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন করেন তুফান কনভেনশন এন্ড রিসোর্ট সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের জমিদাতা ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব এএম নুরুল আমিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. মোফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও এমআর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সদস্য আব্দুর রহমান, আবু তালেব, পেশকার আব্দুল জলিল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা মসজিদের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ, পলাশপোল বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ নির্মাণে মসজিদ পরিচালনা কমিটি, স্থানীয় মুসুল্লী ও শহরের বিশিষ্ঠ সমাজ সেবকদের অর্থায়নে জামে মসজিদটি নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে।