শহর প্রতিনিধি : গতকাল রোববার বিকেল পাঁচটায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদীচী, সাতক্ষীরা কার্যালয়ে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, নিউক্লিয়াস ও বিএলএফ এর প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোসলেম আলি। জেলা জাসদের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জাসদের আশরাফ সরদার, কবি সৌহার্দ সিরাজ, আ: জব্বার মাস্টার, আবুল কালাম আজাদ, দিদারুল আলম, কবি মনিরুজ্জামান মুন্না, ফারুক হোসেন সোহাগ, সাংবাদিক ইব্রাহিম খলিল, কবি আবু কাজী, আছাদুল্লাহ, সাংবাদিক মুনসুর রহমান প্রমুখ।