সকাল রিপোর্ট : দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও দ্য এডিটরস এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির ছোট ভাই শেখ আমিরুল ইসলাম কাইয়ুম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১২ জুন) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শেখ আমিরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরী জীবন শেষে অবসর জীবনযাপন করছিলেন। বাদ মাগরিব নড়াইলের কামালপ্রতাপ গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রসঙ্গত, শেখ আমিরুল ইসলাম দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার এবং বাংলাদেশের খবর এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ ও বাংলানিউজের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শেখ তানজির আহমেদের আপন ছোট চাচা।