ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : অতি আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ১২টি ইউনিয়নের মধ্যে ১২টি বালক এবং ১২টি বালিকা দলের মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ২৪ টি স্কুল।
এর মধ্যে সর্বশেষ বুধবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা শিক্ষা অফিসের সার্বিক আয়োজন ২টি বালিকা এবং ২টি বালক মোট৪ টি দল নিয়ে উপজেলা ভিত্তিক চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) বিকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন এ সময় তিনি বলেন স্বাধীনতা বাংলাদেশের স্থপতি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি সম্মাননা প্রদর্শন এবং আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান, নতুন প্রজন্মের স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করণের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে চলমান এ টুর্নামেন্ট দুটি আয়োজন করে চলেছে। ফুটবল খেলা প্রিয় বঙ্গবন্ধু একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফলতা ও প্রেরণার উৎসব জুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা দল কালিগঞ্জ উভাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে কালিগঞ্জ চালনা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ২০২৪ এর ফাইনাল খেলায় বালক দল নামাজ গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০গোলের ব্যবধানে পরাজিত করে গনেশপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইনস্টিটিউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, এসময় আরো উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী , নির্বাচনী অফিসার অনুজ কুমার গাইন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, সহকারী শিক্ষক অফিসার মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক, নয়ন কুমার দাস, মিজানুর রহমান সাংবাদিক হাফিজুর রহমান, সুকুমার দাস বাচ্চু, ফজলুল হক প্রমুখ।
উপজেলা পর্যায়ের চূড়ান্ত ফাইনাল খেলা অংশগ্রহণ করেন বালিকা দলের মধ্যে চম্পাফুল ইউনিয়নের থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌতলা ইউনিয়নের উভাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক দলের মধ্যকার খেলায় ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী সমগ্র অনুষ্ঠান ধারাভাষ্যকার ছিলেন এম আর মোস্তাক। উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আলিমুজ্জামান রিফাত, আতাউর রহমান আতা, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, সাকিব হোসেন, রবিউল ইসলাম ও তাপষ কুমার মন্ডল।