লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৫টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা অনুষ্ঠাত হয়। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ গ্রæপে (বালক) টাইব্রেকারে প্রতাপনগর ইউনিয়ন (কুড়িকাহুনিয়া সপ্রাবি) ৪-৩ গোলে শ্রীউলা ইউনিয়ন (মহিষকুড় সপ্রাবি) কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ গ্রæপে (বালিকা) শোভনালী ইউনিয়ন ( বাকড়া সপ্রাবি) ১-০ গোলে দরগাহপুর ইউনিয়ন (পঃ দরগাহপুর সপ্রাবি) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের শভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এইউইওবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।