নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম স্বরণে শোকসভা ও স্বারক প্রকাশনা করার জন্য সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় শহিদ নাজমুল স্বরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে ও মনিরুজ্জামান ছট্টুর সঞ্চালনায় কবি ও সাহিত্যিক প্রয়াত সিরাজুল ইসলামকে নিয়ে শোকসভা ও স্বারক পত্রিকা করার ব্যাপারে উপস্থিত সাতক্ষীরার কবি সাহিত্যিকগণ ঐক্যমত পোষণ করেন।
স্বরণ সভা ও প্রকাশনা যাতে সমৃদ্ধ হয় সে জন্য উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানকে আহবায়ক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। এ বিষয়ে বিশিষ্ট নাট্যকার ও লেখক খায়রুল বাসারকে উপদেষ্টা, কবি শুভ্র আহমেদকে স্বারক সংখ্যা সম্পাদক এবং ম্যানগ্রোভ সাহিত্য পত্রিকা প্রকাশনীকে পত্রিকা নির্মাণের দায়িত্ব অর্পণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাট্য পরিচালক ও লেখক খায়রুল বাসার, , কবি কিশোরী মোহন সরকার,কবি শহিদুর রহমান, কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, আমিনুর রহমান @আরশী বাউল, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, কবি ও আবৃত্তিকার মন্ময় মনির, শেখ মোসফিকুর রহমান মিলটন, সুরেশ পান্ডে, আবৃত্তিকার ও কবি দিলরুবা রোজ,আবৃত্তিকার ও কবি সৈয়দ একতেদার আলি, কবি ও গীতিকার মোকাম আলী খান, কবি শুভ্র আহমেদ, কবি স ম তুহিন, কবি মনিরুজ্জামান মুন্না, শেখ আমিনুর রহমান কাজল, আবৃত্তিকার তামান্না জাবরিন, সানজিদা সুলতানা প্রমুখ।
সভায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামকে নিয়ে লেখা নি¤œ ইমেইলে পাঠানোর জন্য আগামী ১৫ জুলাই ২০২৪ দিন ধায্য করেছেন সংখ্যা সম্পাদক।