লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলা ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা শুরু হয়।
আরার গোবিন্দপুর যুব সমাজ, অ্যাড. জিয়াউর রহমান ও কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরিচালনা ও আয়োজনে দিনব্যাপী লাঠি খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন লাঠিয়াল বাহিনী। খেলা শেষে রাতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে। বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুলেরর সভাপতিত্বে খেলার আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুল্যা ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুল কাদের গাজী, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, বিশ্বনাথ, আরতি রানী সরকার, আব্দুল কাদের সানা, বশির আহমেদ টুকু।আয়োজক কমিটির সভাপতি এ্যাড, জিয়াউর রহমান বলেন, আমাদের সহযোগিতায় এলাকার বিখ্যাত লাঠিয়াল মৃত জামাল মালী এর স্মরণে প্রতিবছরই লাঠি খেলার আয়োজন করে গ্রামবাসী। এবার খেলায় মোট দুটি লাঠিয়াল দল অংশগ্রহণ করেছে। গ্রামবাসীকে সাথে নিয়ে ভবিষ্যতে এ আয়োজনকে আরো বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে আমাদের।