নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ জুন) রাতে সদরের আগরদাঁড়ী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
আগরদাঁড়ী জাতীয় পার্টির সভাপতি মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা যুব সংহতি সভাপতি আশিকুর রহমান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবু।