নিজস্ব প্রতিনিধি : উৎসবমূখর পরিবেশে ২২ জুন শনিবার সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান অংশ গ্রহণ করে জয়লাভ করেছেন। শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১২৫ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান (ব্যালট-২০) তে অংশ গ্রহণ করে ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে, শেখ সিদ্দিকুর রহমান কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত জেয়ারম্যান মশিউর রহমান বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, আফরোজা খাতুন, খুলনা সুন্দরবন সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান, ইঞ্জি. কবির উদ্দীন আহমেদ, কবি ও গীতিকার মোকাম আলী খান, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি শুভ্র আহমেদ, কবি শহিদুর রহমান, কবি কিশোরী মোহন সরকার, বিশিষ্ট নাট্যকার ও লেখক বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, কবি স. ম তুহিন, কবি আমিনুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, কবি মঞ্জুরুল হক, কবি দীলরুবা রোজ, কবি মনিরুজ্জামান মুন্না, নাট্য শিল্পী মনিরুল ইসলাম, ফারুখ হোসেন সোহাগ, শান্তি রঞ্জন চক্রবর্তী, কাজী মাসুদুল হক, আবৃত্তিকার তামান্না জাবরিন সহ বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।