আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) বেলা ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম।
এসময় দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এবং দলের সভাপতি ও সেক্রেটারীসহ পরস্পরের মুখে কেক তুলে দেওয়া হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডলের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান ও আওমীলীগের সহ সভাপতি রুহুল কুদ্দুছ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল কুমার মন্ডল, কাশিনাথ মন্ডল,তুলশী চন্দ্র পাল, পরেশ অধিকারী, বিভাষ দেবনাথ, সমীরণ চক্রবর্তী প্রমুখ।