ই.এইচ. সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনির কুল্যার মোড়ে কুল্যা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। কুল্যা ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তা এখন বলেন ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটি আত্মপ্রকাশ করেছিল, সেই দলই আজকের আওয়ামী লীগ।
এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তৎকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দলটির নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে ২০০৯ সাল থেকে টানা চতুর্থ দফায় ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক ভাবে দক্ষতার সাথে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা। এ সময় ওয়ার্ড ছাত্রলীগের ছাত্র নেতা বিষ্ণু মন্ডল, শেখ নাইম, ফাহিম গাজী, মোঃ পারভেজ, তানিম হাসান সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।