নিজস্ব প্রতিনিধি : উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ। রবিবার (২৩ জুন) বিকালে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শহরের রেড ক্রিসেন্ট ইউনিটের সামনে থেকে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। “শুভ শুভ শুভদিন বাংলাদেশ আওয়ামীলীগের জন্মদিন” আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে…।
এই ¯েøাগানে ¯েøাগানে বজ্র কণ্ঠে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দিকা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা, সাধারণ সম্পাদক ফাহিমা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সেলিনা, ঝর্ণা, মাহমুদা বেগম, নিলুফা, মোসলেমা খাতুন, মনোয়ারা ও মর্জিনা খাতুনসহ জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।