আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির হলরুমে সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগীতায় ও বাংলাদেশ ব্যাংক খুলনার সার্বিক তত্ত¡াবধানে এ সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ আলমের সভাপতিত্বে ও সাতক্ষীরা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের এসপিও আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস. এম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার সমর কুমার রায়। এসময় অতিথিবৃন্দ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং এর আওতায় আনতে হবে।
এজন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরী করতে হবে। বিশেষ করে কৃষি উদ্যোক্তাদেরকে প্রাধান্য দেওয়ার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম মশিয়ার রহমান, এবি ব্যাংকের মঞ্জুর মোর্শেদ আলম, তাসলিমা আক্তার, সিটি ব্যাংকের পোহিল কুমার ঘোষ, পূবালী ব্যাংক পিএলসি’র চন্দ্র শেখর রায়, কায়েস উদ্দিনসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ। এসময় জেলার বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দ।