শেখ সিদ্দিকুর রহমান : জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের সরকারী কর্মকর্তাদের সাথে মূল স্টেকহোল্ডাদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে ২৫ জুন, ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, ডিআরআরও এসএস আকাশ, শেখ মঈনুল ইসলাম মঈন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, নুসরাত জাহান অনন্যা, এনডিসি পলাশ আহম্মেদ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর সঞ্জিত কুমার দাস, উপ- পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর এ.কে.এম শফিঊল আযম, সমাজসেবা অধিদপ্তরের এডি মোঃ রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান ও বিসিক উপ-ব্যবস্থাপক গৌরব দাস। জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানিত সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি।
প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার সাতটি উপজেলার যুব ফোরাম প্রতিনিধি উমা সরকার, মোঃ নুরে আলম, আইরীন সুলতানা, কর্ণ বিশ্বাস, মোঃ আশরাফুল ইসলাম, সুমাইয়া পারভীন রিজমা, মর্জিনা খাতুন, আব্দুস সাত্তার, রবিউল ইসলাম ও কার্তিক আচার্য্য। এসময় নাগরিক প্লাটফর্মের পক্ষে আলোচনা করেন যুগ্ম আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক এম কারুজ্জামান, যুগ্ম আহবায়ক অসিম বরণ চক্রবর্তী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়। উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।