লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির চার বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের ভাটার অফিসে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে চাম্পাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত ও চারবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। অন্যান্য রোদের মধ্যে আলোচনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক গোপাল কুমার মন্ডল, প্রধান শিক্ষক এস এম আলাউদ্দিন, মোঃ আবুল কালাম, বিধান চন্দ্র মন্ডল, মহিতোষ কুমার সানা, কিংকর কুমার মন্ডল, নিরঞ্জন কুমার মন্ডল, বিশ্বরঞ্জন মন্ডল ,তাপসী রানী,শাকিলা খাতুন, মিতা মন্ডল প্রমুখ।