দেবহাটা ইউনিয়ন প্রতিনিধি : দেবহাটায় ইউনিয়ন পরিষদের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন শনিবার সকাল ১১ টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। সঞ্চালনায় ছিলেন, রাইট টু গ্রো প্রজেক্টের এডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পল, তিনি ইউনিয়ন পরিষদের মানদন্ড নিয়ে বিশদ আলোচনা করেন এবং সেনিটেশন ও নিরাপদ পানি সম্বন্ধে সবাই কে অবগত করেন।
সিটিজেন ভয়েস এন্ড একশন গ্রæপের আয়োজনে রাইট টু গ্রবো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি গণ, পাঁচ বছরের শিশুর বাবা-মা, সিএসও সদস্যগণ, ইউনিয়ন ফেসিলেটর সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।