দেবহাটা ব্যুরো : বই পড়ার কোন বিকল্প নেই। বই জ্ঞানের আধার। বই ছাড়া জীবন চলা কঠিন। সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক দেবহাটার পারুলিয়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগারের পরিচালক এর হাতে পাঁচটি বই উপহার প্রদান করেন।
১লা জুলাই সোমবার সকাল দশটায় সহকারি কমিশনারের কার্যালয় জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের চালতে তলা গ্রামে প্রতিষ্ঠিত বীর শ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সংগঠক, সাংবাদিক রিয়াজুল ইসলামের হাতে তুলে দেন।
বই গ্রহণকালে এক প্রতিক্রিয়ায় সাংবাদিক রিয়াজুল ইসলাম বলেন, বই হচ্ছে জীবনেরঅমূল্য সম্পদ। বই ছাড়া জীবন অন্ধকারের শামিল। বই পড়তে এবং পড়াতে ভালো লাগে। তাই গন গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছি। সুযোগ্য জেলা কর্তৃক পাঁচটি বই প্রদান করায় আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছাজ্ঞাপন করছি। তিনি আলোকিত সমাজ গঠনে নিরলস ভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। তিনি সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছেন।