সুরাইয়া আফরোজ সুমি, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, জেলা আ’লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, জিএম সামছুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন প্রমুখ।
এসময়ে সংবর্ধিত বিদায়ী অতিথিকে সন্মাননা স্মারক ক্রেষ্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচছায় সন্মানিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির কর্মকর্তা, সন্মানিত সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ। এদিনে বিকাল ৫টায় উপজেলা শিল্পকলা একাডেমী ও রাজস্ব অফিস গনপাঠাগারের আয়োজনে কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগার এর সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাধ্যক্ষে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবান্ধিক অধ্যাপক (অবঃ) গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ক্রীড়া সংগঠক আশেক মেহেদী প্রমুখ। এ অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, কবি, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।