অহিদুজ্জামান খান : নবজীবন ইনস্টিটিউটে স্কাউট দলের ট্রেুপ মিটিং ও দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) নবজীবন ইনস্টিটিউট ক্যাম্পাসে এ স্কাউট দলের ট্রেুপ মিটিং ও দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চল ডিআরসি ও খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইদুজ্জামান এবং নবজীবন ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন এবং সহকারী শিক্ষক পলাশ রায়(ইউনিক লিডার)।
উক্ত ট্রেুপ মিটিং এ জনাব ইদুজ্জামান স্যার নবজীবন ইনস্টিটিউট দলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্কাউট বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া নবজীবনে ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় ১০ জন নবাগত স্কাউট সদস্যকে দীক্ষা প্রদান করা হয়।