নিজস্ব প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা (২ জুলাই) কালিগঞ্জে বাজার মনিটরিং। জেলা পুলিশ ফোর্স ও ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা’র সহায়তায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
বাজার তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় নলতা বাজারে আদী ঘোষ ডেয়ারী কারখানায় ২০ হাজার টাকা, উঃ কালীগঞ্জ বাজারে বনফুল বেকার অ্যান্ড জেনারেল স্টোরে ১০ হাজার টাকা এবং উপজেলা মোড়ে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা মিলে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এই তিন ব্যবসায়ী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৪৫, ৫১ ধারা লংঘন করেছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।