বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ৩, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিত, মতবিনিময় ও দায়িত্ব হস্তান্তর সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

উপজেলার উন্নয়ন ও বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে অঙ্গীকার করেছেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস ও দু’উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আ. ওয়াহাব বাবলু ও অনিতা রাণী মন্ডল। সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যানগন নবাগত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা পরিষদের নেতৃবৃন্দ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস বলেন, স¤প্রতি রমেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে উদ্যোগ গ্রহণ করা, নির্বাচনকালীন আগে-পরে সময়ে দেখেছি প্রত্যন্ত অঞ্চলের অবহিত রাস্তা ঘাটের সংস্কার, মাদক, দুর্নীতি ও দালাল মুক্ত উপজেলা বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। এর পর তিনি দু’ ভাইস চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপজেলার প্রতিটি ওয়ার্ডে সভার মাধ্যমে চাহিদা নিরূপণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাধ্যমে যেকোনো কার্যক্রম বাস্তবায়ন করলে সে উপজেলা বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত হবে। তিনি পরিকল্পনাবিহীন কোন কর্মকান্ড বাস্তব আর না করার জন্য নর্মনির্বাচিত উপজেলা পরিষদকে আহবান জানান।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিত, মতবিনিময় ও দায়িত্ব হস্তান্তর সভায় ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন এর উপস্থাপনায় বক্তৃতা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, মহিলা বিষয়ক রেশমা বেগম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, ইউপি চেয়ারম্যান আ. কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা মো. আবু ইলিয়াস, আওয়ামী লীগ নেতা নির্মল অধিকারী, বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সদস্যগণ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ

অসংক্রামক রোগ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভায় বাজেট বরাদ্দ শীর্ষক আলোচনা সভা

তালায় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক

তালায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

পারুলিয়ায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ

০৯ নং ওয়ার্ড আ’লীগ উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ আটক-১

উপাধ্যক্ষ মীর মোহাম্মদ ফকরউদ্দীন আলী আহম্মদ’র রূহের মাগফিরাতে দোয়া মাহফিল

গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে তালার খানপুরে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রক্তদান কর্মসূচী