আশাশুনি ব্যুরো : আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য বাহবুল হাসনাইন বাবুলের মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। বাহবুল হাসনাইন বাবুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার অকাল মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ, সচ্চিদানন্দদে সদয়, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য বোরহান উদ্দীন বুলু, হাসান ইকবাল মামুন, শরিফুজ্জামান মুকুল, আকাশ হোসেন, এম হাবিবুল্লাহ বিলালী, এম এম নুর আলম, জগদীশ চন্দ্র সানা, শাহজাহান হাবিব, শেখ ইয়াছির আরাফাত, মইনুল ইসলাম, ইলিয়াছ মোল্যা, ফয়জুল কবীর, জ্বলেমিন হোসেন, সুব্রত দাশ ও আবুল হোসেন।