বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত সাতক্ষীরার কালিগঞ্জে রাজা বসন্তরায়ের স্মৃতি বিজড়িত কাকশিয়ালি, কালিন্দী ও ইছামতির সংযোগস্থলে বসন্তপুর নৌবন্দরটি দ্রæত চালু করার জন্য বিশাল এক সুধী সমাবেশে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ -পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এম.পি) বলেন খুব শিগগিরই বসন্তপুর নৌবন্দরটির কার্যক্রম শুরু হবে।
এলাকার টেকসই ভেড়ি বাঁধ এবং সুপেয় পানির ব্যপারে ব্যবস্থা করা হবে। তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য যে আন্দোলন করছে তাদের জানা উচিত মুক্তিযোদ্ধারাই দেশের সর্বশ্রেষ্ঠ মেধাবী। সে পরিচয় তারা ৭১ সালে দিয়েছে। তাদের সন্তানরা তো পরীক্ষার মাধ্যমেই চাকরিতে আসে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৪ ঘঠিকায় সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস .এম. আতাউল হক দোলনের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ .ম রুহুল হক ( এম.পি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ স্বপন (এম.পি) সাতক্ষীরা-০১, আশরাফুজ্জামান আশু( এম.পি) সাতক্ষীরা-০২, লায়লা পারভিন সেজুতি (এম.পি) সংরক্ষিত মহিলা আসন, বীর মুক্তিযোদ্ধা জনাব এ.কে .ফজলুল হক-সাবেক সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম-চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, মাস্টার নরীম আলী মুন্সী -সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জে উপজেলা শাখা।
তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদীবন্দও বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
উক্ত আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগ ৯নং মথুরেশপুর ইউনিয়নের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ , বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সাংবাদিক বৃন্দ এলাকার সুধী জন। বৃষ্টির দিন হলেও সুধী সমাবেশে হাজার হাজার সুধী জনের সমাগম ঘটে।