নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত থাকার পর অবশেষে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক বাহবুল হাসনাইন বাবুল। বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত ২৭ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিক বাবুল সাতক্ষীরা থেকে মোটরসাইকে যোগে বাড়ি ফেরার পথে কোমরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবন্নতি হলে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে সাংবাদিক বাবুলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু সহ পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।