বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

৩৩ বিজিবি’র অভিযানে বৈকারী সীমান্ত থেকে ০৭টি স্বর্ণের বার উদ্ধার

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ৪, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি : বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০৩ জুলাই বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ৭/৫১-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাথন্ডা এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আভিযানিকদল সাতক্ষীরা সদর থানাধীন কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল যোগে আগত চোরাকারবারীকে ধাওয়া করলে স্বর্ণ চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এ সময়ে আভিযানিক দল ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাসী করে পলিব্যাগের মধ্য হতে ০৭টি স্বর্ণের বার ও ০১টি পুরাতন মোটরসাইকেল আটক উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮২০ গ্রাম মূল্য ৮২,৪৫,১০০/- টাকা ও ০১টি পুরাতন মোটরসাইকেল এর মূল্য ৮০,০০০/- টাকা সর্বমোট মূল্য ৮৩,২৫,১০০/- (তিরাশি লক্ষ পঁচিশ হাজার একশত নব্বই) টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত