শাহ জাহান আলী মিটন : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া)সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ জুলাই দুপুরে কাটিয়া সর্বজনীন পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া)সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা শ্রী কিশোরীমোহন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসন-৩১৩ এর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, সদস্য শিমুন সামস, কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, সহ-সভাপতি সমরেশ কুমার দাস, বলাই দে, সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, সদস্য স্বপন দে, পলাশপোল সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর বসু সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।