নিজস্ব প্রতিনিধি : সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোঙ্গর মিউজিক্যাল একাডেমি ও নাট্য কল্যাণ সংস্থা নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সাংসদের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন নোঙ্গর মিউজিক্যাল একাডেমি ও নাট্য কল্যাণ সংস্থার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নিশিকান্ত বিশ্বাস, নাট্য বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম ও পরিচালক ফারুক হোসেন সোহাগ, নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় সেঁজুতি এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মর্যদার আসনে বসিয়েছেন এটি আমার জীবনের সেরা পাওয়া। আমার বাবা শহিদ স. ম আলাউদ্দীন সাধারণ মানুষের জন্য কাজ করতেন। আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। বিশেষ করে নারীদের এগিয়ে নিতে কাজ করে যাবো।