অহিদুজ্জামান খান : ১০ই জুলাই নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা এর সার্বিক ব্যবস্থাপনায় মিউচ্যুয়াল কোঅপারেশন ফরডেভেলপিং এডুকেশনাল ইন্সটিটিউশন শীর্ষক প্রকল্পের আওতায় নবজীবন এর নিজস্ব অডিটোরিয়ামে সাতদিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জান খান স্বাগত বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে উক্ত প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বাগত জানাই, উদ্দোক্তা উন্নয়ণ প্রশিক্ষণের মত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ এ অংশ গ্রহন করার জন্য। নব জীবন সব সময় আয়বৃদ্ধি মুলক কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে যা শিক্ষিত বেকার সাধারণ মানুষ তথা সাতক্ষীরা বাসির জন্য অত্যন্ত সৌভাগ্যেও বিষয় বলে আমি মনে করি।
বর্তমানে মানুষ চাকুরীর পিছনে ছোটে, কিন্তু বর্তমান সময়ে হাজার হাজার বেকার যুবক-যুবতিদের কথা চিন্তা করে নব জীবন মাননীয় প্রধানমন্ত্রীর স্বনির্ভও বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উদ্দোক্তা উন্নয়ণ প্রশিক্ষণ হাতে নিয়েছেন সে জন্য আমি উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, একজন উদ্দোক্তা পারিবারিক, সামাজিকতথা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই আপনারা (প্রশিক্ষণার্থীরা) উন্নত প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে স্বানির্ভর করার জন্য ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আরোও উপস্থিত ছিলেন, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, কম্বোডিয়া থেকে আগত নিউ জেনারেশন স্কুল ট্রেইনার সোচেত্রা ইয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রশিক্ষণার্থী, অবিভাবক বৃন্দ,জন প্রতিনিধি ও ছাত্র-ছাত্রী বৃন্দ। উক্ত প্রশিক্ষণে আশি জন প্রশিক্ষার্থী সাতদিন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন কার্যনির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অছিউল আলম, প্রজেক্ট ম্যানেজার, নবজীবন।