শেখ মনিরুল ইসলাম : বুধবার ১০ জুলাই দিনব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামনগর শাখা আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর প্রেসক্লাবের পাশে অবস্থিত মার্কেটের উপর তলায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উদীচী শ্যামনগর শাখার আহবায়ক অ্যাড. আজিবর রহমানের সভাপতিত্বে এ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী কেন্দ্রীয় সংদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, উদীচী একটি সংগ্রামী সাংস্কৃতিক সংগঠন। উদীচী মানে শুধু গান বাজনা নয়, উদীচী অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে। উদীচী ৬৯ এর গণঅভ্যুথান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অন্যতম ভুমিকা রেখেছে। উদীচীর সদস্য হতে হলে তাকে অবশ্যই উদীচীর গঠনতন্ত্র পড়তে হবে ও সদস্য ফরম পূরণ করে নিয়মিত চাঁদা পরিশোধ করতে হবে। অমিত দে তাঁর দীর্ঘ বক্তব্যে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন, রণেশ দাশ গুপ্ত, শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন গুণিদের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নাট্য সম্পাদক শেখ মনিরুল ইসলাম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রতাপ রায় ও তরুণ কর্মকার।
এছাড়া উপস্থিত ছিলেন উদীচী শ্যামনগর আহবায়ক কমিটির নব নির্বাচিত সদস্য সচিব অ্যাড. লিয়াকত আলি, শ্যামনগর শিল্পকলা একাডেমির সদস্য সচিব শামিউল ইসলাম মন্টি, আব্দুস সালামসহ বহু শিল্পী ও গুণিজন। সাতক্ষীরার উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান উপস্থিত আহবায়ক ও সদস্যগণকে জানান আগামী সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গঠনতন্ত্র অনুসারে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সভা শেষে অ্যাড. আজিবর রহমানকে আহবায়ক ও অ্যাড. লিয়াকত আলিকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পূণ:গঠন করা হয়। এরপর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।