আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় টেরে ডেস হোমস (TdH), নেদারল্যান্ডস এর অর্থায়নে “স্টেপিং আপ দি ফাইট এগেইনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (SUFASEC) : এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্” প্রকল্পটি শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার পাশাপাশি স্থানীয় সকল ধরণের শিশু নির্যাতন প্রতিরোধে বাস্তবায়িত হচ্ছে।
১০ জুলাই, বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেস ক্লাব এর বঙ্গবন্ধু অডিটোরিয়াম শিশু সুরক্ষা ব্যবস্থার সম্পর্কিত অংশিজনদের সাথে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কমিটির আহŸায়ক ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বার্ষিক শিশু অধিকার পরিস্থিতি ২০২৩ পরিসংখ্যানগত প্রতিবেদন উপস্থাপনা করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রজেক্ট ম্যানেজার মো: রোকনুজ্জামান। পরবর্তীতে তিনি সাতক্ষীরায় আইন ও সলিশ কেন্দ্র (আসক) এর উদ্যোগে শিশু যৌন শোষন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মÐল, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ওয়ান স্টপ ক্রাইসিস এর প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, উপজেলা তথ্য আপা মোসা: হিরা খাতুন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম আজাদ, প্যানেল আইনজিবী এডভোকেট নাজমুন নাহার, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, শিশু সুরক্ষা কমিটির যুগ্ম আহŸায়ক পবিত্র মোন দাস, পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সাংবাদিক এম কামরুজ্জামান, সিডোর নির্বাহি পরিচালক শ্যামল কুমার বিশ^াস , সাইবার ক্রাইম এলার্ট টিম এর মাহাবুবুল হক শিশু সুরক্ষা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, শিশু দলের সদস্য শ্রবনী সরকার, হৃদয় মন্ডল প্রমুখ।
সভায় শিশু নির্যাতনের ঘটনায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিশু দল ও শিশু সুরক্ষা কমিটির সদ্যদের উদ্যোগে ১৭টি শিশু নির্যাতনের ঘটনা চিহ্নিত করার বিষয়টি তুলে ধরা হয়। উল্লিখিত ঘটনাগুলোর মধ্যে মধ্যে ৭টি শিশু নির্যাতনের ঘটনা সংশ্লিষ্ট বিভাগের নিকট প্রেরণ করা হয় এবং ৪টি শিশু নির্যাতনের ঘটনার আইনী সহায়তা প্রদানের কথা উল্লেখ করা হয়। বক্তারা শিশু যৌন নির্যাতন বন্ধে একযোগে কাজ করার আহŸান জানান। আলোচনায় বক্তারা অপরাধীদের আইনের আওতায় আনা যায় না এবং বিচারহীনতা শিশু যৌন শোষনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন্। আলোচনায় পারিবারিক সচেতনতা সহ সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসলে শিশু যৌন নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন। সভায় আইন ও সালিশ কেন্দ্রের প্রতি তাদের কর্মপরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে শিশু নির্যানত প্রতিরোধে কাজ করার আহŸান জানান।(প্রেস বিজ্ঞপ্তি)