এ. মাজেদ: সাতক্ষীরা জজ কোর্ট চত্ত¡রে স্ট্যাম্প ভেন্ডার আবু মোর্ত্তজা খোকনের ক্যাশ টেবিল থেকে ১০জুলাই বুধবার সকাল ৯ টার দিকে একটি সাইড ব্যাগে থাকা দুই লক্ষ টাকা চুরি হয়ে যায়। স্ট্যাম্প ভ্যান্ডার আবু মোর্তজা খোকন জানান তিনি সকাল ০৮.৩০ টার সময় সাতক্ষীরা জজকোর্ট এলাকায় তার অস্থায়ী স্ট্যাম্প বিক্রয় কেন্দ্রে আসেন। তিনি তার টেবিলের উপরে স্ট্যাম্প ও অন্যান্য কাগজপত্র সাজিয়ে প্রয়োজনীয় কাজে ২০- ৩০ হাত দূরে যাই।
একটু পরেই এসে দেখে তার টেবিলের ড্রয়ারে থাকা ব্যাগে স্ট্যাম্প ক্রয়ের জন্য ট্রেজারি চালানের দুই লাখ টাকা নাই। টাকা না দেখে তিনি হতাশ হয়ে পড়েন। পরে তিনি স্থানীয়দের জানান এবং জজকোর্ট এলাকায় বিভিন্ন দোকানে সি সি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি তার টাকার ব্যাগ নিয়ে দ্রæত স্থান ত্যাগ করছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয়রা জানান সাতক্ষীরা জজকোট এলাকায় বিচারপ্রার্থী ও আইনজীবী এবং সহকারীদের প্রতিনিয়ত সাইকেল মোটরসাইকেল চুরি হচ্ছে। জজকোর্ট এলাকায় চুরিরোধে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।