এ. মাজেদ : ধুলিহরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ১৩ জুলাই শনিবার সকাল ১১টায় প্রতিবেশীর হাতে মারধরের স্বীকার হয়েছে ধুলিহর নাথপাড়ার আব্দুল গফুর সানার ছেলে নুর মোহাম্মদ সানা (৩১) নামে এক চায়ের দোকানদার। বর্তমানে তিনি মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছে। অভিযুক্তরা হলেন একই এলাকার সাত্তার সরদারের ছেলে জাহিদুল ইসলাম ও তার স্ত্রী শারমিন খাতুন।
তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে পৌঁছালে ভুক্তভোগীর পিতা আব্দুল গফুর সানা জানান,বছর খানেক আগে তার ছেলের বুকের দুটি ভালভ নষ্ট হয়ে যায়। সেই থেকে সে চিকিৎসাধীন রয়েছে। ছেলের চিকিৎসা করাতে গিয়ে তিনি আজ নিঃস্ব প্রায়। বর্তমানে অন্যের সাহায্য নিয়ে বাড়ির সাথে ছেলেকে একটি চায়ের দোকান করে দিয়েছেন তিনি। ছেলে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছে।
১৩ জুলাই শনিবার ছেলের ঔষধ কেনার প্রয়োজন হলে একই এলাকার জাহিদুলের কাছে তার পাওনা ২হাজার তিন শত টাকা চান। ওই সময় জাহিদুল সরদার ও তার স্ত্রী শারমিন ভিকটিম নুর মোহাম্মদ সানাকে ব্যাপক মারপিট করে। এসময় সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় এ্যাম্বুলেন্সযোগে সামেকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন। এই ঘটনায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভিকটিমের পিতা আব্দুল গফুর সানা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম জানান,ওই চায়ের দোকানদারকে তেমন মারপিট করা হয়নি। সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে মাত্র।