রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরার দৌলতপুরে নারী সমাবেশ

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ১৪, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : মৌলবাদ, সা¤প্রদায়িকতা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এগিয়ে এসো দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্লোগানে সাতক্ষীরায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের দৌলতপুর মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জোৎন্সা রানী ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুল শমস, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদস্য ইসমত আরা, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, কৃষকলীগের সহসভাপতি এ্যাড. আল মাহামুদ পলাশ, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আর রুবি, পৌর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডাঃ বিকাশ সরকার, পৌর কাউন্সিলর শেখ মারুফ হোসেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর ইসলাম, শিক্ষক নেত্রী লিলিফা পারভীন, নারী নেত্রী মেহেরুন আফরোজ, গীতা রানী মাখাল, ফুলমতি মাখাল, শাহজাহান আলী, সুজন মন্ডল, আশরাফুন্নাহার আশু, রবিন সরকার প্রমুখ। সঞ্চালনা করেন সুমি রানী সরকার।

সমাবেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি অনগ্রসর নারী সমাজকে এগিয়ে নিতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। সেই নারীদের স্বাবলম্বী করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার অধিকাংশ নারীই জানেনা। মহিলা, কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর যুবকদের পাশাপাশি নারীদের প্রশিক্ষিত করতে সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের থাকা খাওয়া ছাড়াও প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়। নারী উদ্যোক্তদের ব্যাংক মাত্র চার পাঁচ পারসেন্ট ইন্টারেস্টে ঋণ দেয়। কিন্তু এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। তাছাড়া দেশ বিরোধী বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে নারীদের পিছু টেনে ধরে রেখেছে। স্থানীয় বক্তারা বলেন, পৌরসভার দৌলতপুর এলাকা খুবই অবহেলিত। এই এলাকায় প্রথম কোন নারী এমপি আগমন করেছে।

এমপি সাহেবের আগমণে এই এলাকার মানুষের খুবই খুশি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজনকে এমপি হিসেবে মনোনিত করেছেন। সেই এমপির কাছে সাধারণ মানুষকে যেতে হয় না, এমপি আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের সুখ দু:খের কথা শুনছেন। সেই কথা সংসদে বলবেন। এর চেয়ে বড় পাওয়া কি আছে আমাদের। বর্তমান সরকার মানুষের জন্য অনেক কিছু করছেন। না জানার কারণে আমরা অনেক সুবিধাকে বঞ্চিত হচ্ছি।

আজকে এই সমাবেশের মাধ্যমে আমাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছি। বক্তারা আরও বলেন, লায়লা পারভীন সেঁজুতি এমপি হয়েও তিনি সাধারণ মানুষের মতো সবার সাথে হেসে কথা বলেন। না বলে আমাদের এলাকায় চলে এসেছেন। এতে আমরা অবাক হয়েছি। সাতক্ষীরা জেলার উন্নয়নে স ম আলাউদ্দিনের অবদান রয়েছে। তার কন্যা সাতক্ষীরা মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। নারী জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। নারীদের এগিয়ে নিতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এলাকার রাস্তাঘাট, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কলারোয়া সীমান্তে ৫কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

কালিগঞ্জে ভূমি ও গৃহহীনদের গৃহপ্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ২ দিনের পরিবর্তে সপ্তাহে ৪ দিন দলিল রেজিস্ট্রি কার্যক্রম

শ্যামনগরে সন্তানের মুখ দেখা হল না প্রবাসী আবু মুছার

পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা মামলার প্রধান আসামী র‌্যাব’র অভিযানে গ্রেফতার

ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা

দেবহাটায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে আহত-২

যৌতুকের দাবির টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে পিটিয়ে আহত করলো জামাই!

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল তালার ৪২ টি পরিবার

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন