সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় নারীর অধিকার আদায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ১৫, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

তালা ব্যুরো : রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে ভিন্নধর্মী আয়োজনে বৈষম্য এবং নারীর অধিকার আদায়ের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন ডিইএফ ও উন্নয়ন সহযোগী মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

উক্ত ক্যাম্পেইন একটু ভিন্নভাবে করা হয় যেখানে স্কুলের ২৫৬ জন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষকগণ ও সংস্থার কর্মকর্তাবৃন্দ। এ সময় বৈষম্য ও নারীর অধিকারের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির মেহের রায়হানা শাম্মী, দ্বিতীয় স্থান অধিকার করে ১০ম শ্রেণির আনিসুল ইসলাম অপু, তৃতীয় স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির নুসরাত জাহান।

এ সময় ডিইএফ এর কিশোরীরা বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক গীতিচিত্র প্রদর্শন করেন। উক্ত গীতিচিত্রে বিষয় ভিত্তিক চিত্র দেখানো হয় এবং সাথে সাথে গান ও নৃত্যের মাধ্যমে সেগুলো বোঝানো হয়। উক্ত গীতি চিত্র প্রদর্শনের বিষয় নিয়ে উপস্থিতিদের ফিডব্যাক গ্রহণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের ফলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে এবং বৈষম্য ও নারীর অধিকার রক্ষায় শিক্ষার্থীরা ভ‚মিকা রাখবেন বলে আস্বস্ত করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত