দেবহাটা ব্যুরো : দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার বেলা সাড়ে তিনটায় দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) খুলনা, হুসাইন শওকত।
সন্মানিত অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরাদ হোসেন হিরা, কয়েক ইউনিয়নের সচিবরা ও বিভিন্ন প্রশাসনের কর্ম কর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।