নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোল বৌবাজার এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭,৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস রাবেয়া পারভীন। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোল বৌবাজার এলাকায় কাদের হুজুরের বাড়ি হতে আবুল হোসেন ড্রাইভারের বাড়ি পর্যন্ত ৩২০ ফুট সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ কাজ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলীনাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্য-সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুর রকিব, ইশারাত হোসেন, মো. সিদ্দিকুর রহমান, মো. মনিরুল ইসলাম, মামুন হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া রাস্তাটির কাজ শুরু হওয়ায় পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।