নিজস্ব প্রতিনিধি : ১৪ জুলাই রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত সাতক্ষীরা (৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনে বিনেরপোতায় নিষিদ্ধ ০২টি পলিথিন ফ্যাক্টরিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ পলিথিন উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত করে।
এরুপ তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, সরদার শরীফুল ইসলাম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সাথে ০৩ জন সদস্য উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক ২টি ফ্যাক্টরী তল্লাশী করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লক্ষন করায় ধারা ১৫ (১) মোতাবেক যথাক্রমে (১) মোঃ ফজলুর রহমান, পিতা-মোঃ গাউস হোসেন, পোঃ-কুলিয়াদাড়, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে ১৫ দিন (২) আঃ রাজ্জাক, পিতা-মৃত আক্তার আলী সরদার, গ্রাম-বিনেরপোতা, উপজেলা-সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরাকে ০১ মাসের বিনাশ্রম দন্ডে দন্ডিত করে সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করেন। এ সময়ে টাস্কফোর্স দল ০২টি কারখানা হতে পলিথিন তৈরীর কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা ও ০২টি পলিথিন তৈরীর মেশিনসহ কারখানা সীল্ডগালা করেন। পিপি ১৪ বস্তা মূল্য-৮৭,০০০/- টাকা, পিপি দানা ১২৮ বস্তা মূল্য-৪,৫২,০০০/- এবং ০২টি মেশিন ৫,০০,০০০/- ২টি = ১০,০০,০০০/- টাকা সর্বমোট সিজার মূল্য-১৫,৩৯,০০০/- (পনের লক্ষ উনচল্লিশ হাজার) টাকা।