অহিদুজ্জামান খান : ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় জলবায়ূ বিপন্ন সুবিধা বঞ্চিত নারীদের জন্য আরা’র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা বিআরডিবি’র প্রশিক্ষন রুমে ওয়ার্ড পর্যায়ে আয়বর্ধনমূলক কাজের সুযোগ তৈরীর বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় ৪,৫,৬ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সদর মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসারা ফাতেমাতুজ্জোহরা, যুব উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মীর শহীদুল ইসলাম, এনজিও প্রতিনিধি ব্র্যাক কর্মকর্তা হারাধন দেব, রেডক্রিসেন্টের সাঈদুর রহমান, উত্তরনের মোস্তাফিজুর রহমান, বারসিকের গাজী মাহিদা মিজান, নবলোকের খলিলুর রহমান, পৌর নারী সুরক্ষা ফোরামের সভাপতি সেলিনা পারভীন শেলী ও সম্পাদক গুলশানারা সহ ৪০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।
সভায় সেবা প্রদানকারী কর্মকর্তাগন কাজের সুযোগ তৈরীর জন্য জলবায়ূ বিপন্ন নারীদের তাদের দপ্তরের অধীন বিভিন্ন ট্রেডের প্রশিক্ষন গ্রহনের সুযোগ কাজে লাগানোর আহবান জানান। কাউন্সিলরগন এসব নারীদের স¦াবলম্বী করতে পৌরসভার সুযোগ সুবিধায় অগ্রাধিকার দেয়ার ঘোষনা প্রদান করেন। সভাশেষে সভাপতি সবার মতামতের ভিত্তিতে ওয়ার্ড পর্যায়ে সুবিধা বঞ্চিত নারীদের আয়বর্ধনমূলক কাজের সুযোগ সৃষ্টির জন্য একটি কর্মপকিল্পনা তৈরীর ঘোষনা দেন। সভায় সার্বিক সহযোগীতা করেন প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রসিদ, ইভেন্ট অর্গনাইজার সুলতান মাহমুদ সোহাগ, ফিল্ড ভলান্টিয়ার শারমিন নাহার ও আব্দুস সাত্তার।