সুরাইয়া আফরোজ সুমি, কালিগঞ্জ ব্যুরো : কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কালিগঞ্জ কৃষি অফিসের আয়োজনে এবং ঐতিহ্যবাহী ডি.এম.সি ক্লাবের বাস্তবায়নে “ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পে ফল প্রযুক্তি গ্রাম তৈরির জন্য ১০০ কৃষকের মাঝে ২০০ টি কদবেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
সোমবার ( ১৫ জুলাই) বিকাল ৪ ঘটিকিয় ডিএমসি ক্লাব মাঠে ডিএমসি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে উক্ত কদবেল যারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্যামল কান্তি মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মন্ডল, ডিএমসি ক্লাবের উপদেষ্টা রেজাউল ইসলাম ডাবলু, উপদেষ্টা আবু হাসান রাজ, ডিএমসি ক্লাবের সহ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সহ-সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সহ ক্রিড়া সম্পাদক শাহিন আলম, সদস্য মীর সুলতান মাহমুদ, প্রসেনজিৎ ঘোষ, শহিদুল ইসলাম ও এলাকার সুধীজন। চারা বিতরণ শেষে ডিএমসি ক্লাবের প্রধান উপদেষ্টা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ক্লাব চত্বরে একটি কদবেল চারা রোপণ করেন।