নিজস্ব প্রতিনিধি : তালায় ডাকাত রিয়াজুল গ্রæপের প্রধান রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র র্যাব। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তালা থানাসহ অন্যান্য থানায় ডাকাতি,দাঙ্গা সৃষ্টি, অস্ত্র মামলাসহ ৭টি মামলা রয়েছে। তিনি তালা উপজেলার জেয়ালা-নলতা গ্রামের মৃত বাছতুল্লাহ মোড়লের ছেলে।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার নাজমুল হোসেন বলেন, রিয়াজুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী ছিল।
এছাড়া স¤প্রতি জেলায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে রিয়াজুলের সক্রিয় ভ‚মিকা আছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে দুপুরে তালা থানায় হস্তান্ত করা হয়েছে বলে জানান র্যাব কমান্ডার।