অহিদুজ্জামান দেবহাটা ব্যুরো : দেবহাটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৪ জন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫০ জন মেধাবী ও অসহায় ছেলে মেয়েকে কাগজ কলম এবং প্রতিবন্ধীদের বিনা সুদে ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল ফেরদাউস আলফা। সম্মানিত অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।
দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস জি এম স্পর্শ, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী ও ছোট ছো’ট সোনামণিদের স্বজনরা।