মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে হত্যা মামলার পলাতক আসামী সালাহ উদ্দিন গাজী র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ১৬, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

সকাল ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে চাঞ্চল্যকর কৃষক লীগ নেতা কাসেম আলী কাগুজিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামী সালাহ উদ্দিন গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ভিকটিম শ্যামনগর থানাধীন খোলপেটুয়া গ্রামের জনৈক হাবিবুল্লাহ বাহার (৪৫) পিতা-মৃত আব্দুল হাকিম খান, সাং-খোলপেটুয়া, (গাবুরা ইউপি এর ১নং ইউপি সদস্য) গংদের নিকট থেকে ২৫ বিঘা জমি লিজ ডিড করে নিয়ে গত ইং ২০১৫ সাল থেকে মৎস্য চাষ করে আসছে।

উক্ত ঘের নিয়ে আসামীদের সাথে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য এবং মামলা মোকদ্দমা চলে আসছে। প্রতি দিনের ন্যায় গত ইং ০৪-০৭-২০২৪ তারিখে রাত্র অনুঃ ৮টার সময় ভিকটিমের স্ত্রী ও ভিকটিম ঘের পাহারা এবং মাছ ধরার জন্য যায়। ইং ০৫-০৭-২০২৪ তারিখ রাত্র অনুঃ ০০.১০ এজাহার নামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা, কুড়াল, বল্লভ ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রসহ শ্যামনগর থানাধীন খোলপেটুয়া গ্রামস্থ ভিকটিমের উক্ত মৎস্য ঘেরের পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করে আসামী আসামী সালাহ উদ্দিন গাজী (২৫), আবু মুসা (৩৫) সহ অন্যান্য আসামীরা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম এর মাথায় কোপ দিলে ভিকটিম উক্ত কোপ তার ডান হাত দ্বারা ঠেকালে তার ডান হাতের কুনই এর বিপরীত পাশে লেগে হাড়কেটে যায়, ভিকটিম এর স্ত্রী ঠেকাতে গেলে তার হাতমুখ বেধে রাখে, আসামী লোকমান গাজী এর হাতে থাকা কুড়াল দিয়ে হত্যা করার উদ্দেশ্যে ভিকটিম এর মাথায় কোপ দিলে গুরুতর রক্তাক্ত যখম প্রাপ্ত হয় এবং এজানামীয় ০৮ জন ও অজ্ঞাতনামা ৭/৮ জনসহ সকলের হতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে ভিকটিম এর মৃত্যু নিশ্চিত করে পানিতে ফেলে দিয়ে আসামীগণ পালিয়ে যায়। ভিকটিম এর স্ত্রী অনেক কষ্টে তার হাতের বাধন ছাড়িয়ে ডাকচিৎকার করলে এলাকার লোকজন এসে ভিকটিম এর মরদেহ উদ্ধার করে।

ভিকটিম এর স্ত্রী শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দেয় ও নিজে বাদী হয়ে শ্যামনগর থানায় এসে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী সালাহ উদ্দিন গাজী (২৫), পিতা- মৃত রুহুল আমিন গাজী, সাং- খোলপেটুয়া, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য নিজেকে আত্মগোপন করে।

মামলাটি রুজু হওয়ার পর থেকেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই ২০২৪ ইং তারিখ র‌্যাব- ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার পলাতক আসামী সালাহ উদ্দিন গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সেকেন্দার মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী শ্যামনগর থানার খোলপেটুয়া গ্রামের মৃত রুহুল আমিন গাজীর ছেলে সালাহ উদ্দিন গাজী (২৫) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন

সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় দিনদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে ইজিবাইক সহ নিঃস্ব আশরাফুজ্জামান

আশাশুনিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা যোগদান

দেবহাটায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পাইকগাছায় মটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে- এমপি রবি

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নবারুণ স্কুলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে-এমপি সেঁজুতি

সাতক্ষীরা জজকোর্ট চত্ত¡রে স্ট্যাম্প ভেন্ডার থেকে দুইলাখ টাকা চুরি