নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পলাশপোল স্কুলের এসএসসি ৮৯ ব্যাচের অসুস্থ ছাত্র সঞ্জয় দত্তের খোঁজ খবর নিলেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু। মঙ্গলবার সন্ধায় শহরের ইটাগাছায় সঞ্জয় দত্তের বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু।
স্ট্রোক জনিত কারনে প্যারালাইসট হয়ে গত এক মাস যাবত সঞ্জয় দত্ত অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। তার চিকিৎসার খোঁজ খবর নিতে মানবিক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু তার বাড়িতে উপস্থিত হন। অসুস্থ সঞ্জয় দত্তের উন্নত চিকিৎসা সেবা পেতে উপজেলা চেয়ারম্যান তার পাশে থাকার প্রতিশ্রæতি দেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক ও পলাশপোল স্কুলের এসএসসি ৮৯ ব্যাচের ছাত্র মোঃ আমিরুজ্জামান বাবু।
উল্লেখ, পলাশপোল স্কুলের এসএসসি ৮৯ ব্যাচের ছাত্র সঞ্জয় দত্ত গত জুন মাসে স্ট্রোক জনিত কারণে অসুস্থ্য হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।