শহর প্রতিনিধি : সাতক্ষীরায় দলিল লেখার সেরেস্তার শার্টার ভেঙ্গে আগুন দিয়ে ভস্মিভূত করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ৯/১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাটিয়াস্থ সদর সাব-রেজিষ্ট্রি অফিসের পাশে। ওই দলিল লেখকের নাম আবু হাসান।
ক্ষতিগ্রস্ত আবু হাসান জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি ও তার লোকজন কাজ শেষে দলিল লেখার সেরেস্তাটি বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা দলিল লেখক নাম আবু হাসানের সেরেস্তার শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। প্রথমে দুর্বৃত্তরা অফিসের ভিতরে থাকা সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে ও আগুন লাগিয়ে দেয়। পরে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। রাত ৩টা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় আগুনে একটি ফটোষ্ট্যাট মেশিন, ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি ফ্যান, একধিক চেয়ার-টেবিল, ২লাখ টাকার ব্যাংক পে-অর্ডার দলিলের টিকিট, মূল দলিল, কম্পেয়ার দলিল, ষ্ট্যাম্প। দলিল লেখক আবু হাসান জানায়, আমার সাথে রেজিষ্ট্রি অফিসের কারও সাথে কোন বিরোধ নেই। তবে, সদর উপজেলার আলীপুর মাঝের পাড়া এলাকার মৃত. গোলাম রব্বানীর ছেলে নূরুল আলমের সাথে জমিজমা নিয়ে আমার সাথে দীর্ঘদিনের বিরোধ আছে। আগুনের ঘটনায় সদর সাব-রেজিষ্ট্রার ও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।