দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় (১৬ জুলাই) মঙ্গলবার বেলা ১১ টায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় ৫০জন বিধবা /স্বামী পরিত্যক্তা নারীকর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী শোভন সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
বিশেষ অতিথি সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।