অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো ক্যান্সার সহ ৬টি রোগে আক্রান্ত রোগিদের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৫ই জুলাই ) উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৩ জন রোগীকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস জি এম স্পর্শ।
উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা আ: ওহাব,প্রেস ক্লাবের সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ,সাংবাদিক আক্তার হোসেন ও ফিল সুপার ভাইজার মঈনুল হাসান সহ বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের স্বজনরা। উক্ত সভায় সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন বলেন, দেবহাটা উপজেলায় মোট ২০৩ জনকে আর্থিক সহায়তা করা হয়েছে।