দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ নবাগত এসিল্যান্ড শরীফ নেওয়াজের সাথে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আব্দুল্যাহ আল মামুন সহ নব-গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নেয়ার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে কঠোর অবস্থানে থাকার জন্য সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান এসিল্যান্ড শরীফ নেওয়াজ।