নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের উন্নয়নে শহরের পার-কুখরালী ডাঙ্গীপাড়া জামে মসজিদে মুসল্লীদের সাথে মতবিনিময় করেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। শুক্রবার (২৬ জুলাই) জুম্মা’র নামাজের পূর্বে পার-কুখরালী ডাঙ্গীপাড়া জামে মসজিদের মুসল্লীদের সাথে সদর উপজেলা পরিষদের উন্নয়নে তিনি এ মতবিনিময় করেন।
মুসল্লীদের উদ্দেশ্য চেয়ারম্যান মশিউর রহমান বাবু বলেন, নির্বাচন চলাকালীন সময়ে আমি অনেক যায়গাই যেতে পারেনি, আপনারা আমাকে দেখে আবার কেউ না দেখে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে যাব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি অন্যায় করি না। অন্যায়কে প্রশ্রয়ও দিই না। আপনি অন্য দল করেন বলে, আপনার প্রতি অবিচার হবে তা কখনো হবে না। যে ব্যক্তি যে দলই করুক না কেন? আমার কাছে আসতে দলীয় পরিচয় লাগবেনা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শাহিনুর রহমান শাহীন, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের, মসজিদের খতিব মাওলানা রুস্তম আলী, পৌর ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মধু, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, ৫নং জাতীয় পার্টি নেতা রমজান আলী প্রমুখ। জুম্মার নামাজ শেষে পৌরসভার কুখুরালী, পার-কুখরালী, ইটাগাছাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে মতবিনিময় করেন সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু।