নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহরের সুলতানপুর মোসলেমা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে ফজলুল হক। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব অয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা-উপজেলা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানপুর মোসলেমা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দিন। এ সময় কোটা আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে দুস্কৃতকারীদের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন সংগঠনের নেতাকর্মীরা।