আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে শালিসকারকের বিরুদ্ধে মিথ্যা এজাহার দায়ের করার প্রতিবাদে ও একজনকে বেধড়ক মারপিট করে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের একসরা বাজারে একসরা লায়ন্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজমির হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ হোসেন। বক্তারা বলেন গত শুক্রবার বিকালে একসরা ঋষি পল্লীর রণজিৎ দাশের ছেলে অনাথ দাশ, কালী দাশের ছেলে মহানাথ দাশ, মহেন্দ্র দাশের ছেলে সুশান্ত দাশ লাটুম ও শ্যাম দাশের ছেলে স্বপন দাশ মিলে পুজায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মৃত পাগল দাশের ছেলে শ্রীদাম দাশকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে।
এ নিয়ে স্থানীয় লোকজন শ্রীদামকে কেন আহত করলো জানতে যায়। নিজেদের অন্যায় ঢাকতে তারা তখন ৯৯৯ এ ফোন দিয়ে মিথ্যা সাহায্যের আবেদন করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার স্থানীয়ভাবে তাদের দুই পক্ষের লোকজনকে ডেকে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে শ্রীদামের চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য ৫ হাজার টাকা দিতে বলা হয়।
অপকর্মের হোতা অনাথ অন্যদের ভুল বুঝিয়ে অনেক এলাকার একটি কুচক্রী মহলের ইন্দনে শালিস কারকের মধ্যে পলাশ হোসেন ও শহীদ গাজীর বিরুদ্ধে থানায় মিথ্যা এজাহার দায়ের করেন। গুরুতর আহত শ্রীদামের চিকিৎসা দিয়ে শালিস বৈঠক করায় অনাথের চক্রান্তে মিথ্যা অভিযোগে এখন আমাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে সঠিক তদন্ত করে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত ক্লাবের সদস্য, গ্রামবাসী ও বাজারের ব্যবসায়ী বৃন্দ।